মাধবপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৮

সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট ::: হবিগঞ্জের মাধবপুরে মাইক্রোবাসে করে গাঁজা পাচারের সময় মাদক ব্যবসায়ী শফিক মিয়া (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ ডিসেম্বর) ভোর রাতে মাধবপুর-মনতলা সড়কের পৌরসভার নোয়াগাঁও এলাকায় পুলিশ অভিযান চালিয়ে মাইক্রোবাসসহ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাসে (ঢাকা মেট্টো-গ-১৪-১১৮২) গাঁজা পাচারের খবর পেয়ে পুলিশ উল্লেখিত স্থানে ওৎ পেতে থেকে মাইক্রোবাসটি আটক করে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা জব্দ করে। এ সময় গাঁজা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলার শ্রীধরপুর গ্রামের সবুর মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী শফিক মিয়া (৩০) গ্রেপ্তার করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম