ভয়

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০

ভয়

সুরাইয়া পারভীন লিলি


ভয় করোরে পাপী তাপী
ভয় করো সেই তাঁকে,
বেহেস্তের -ই নাগাল পাইবে
ডাকলে তোমরা যাঁকে।

 

সব গুনাহ পাইবে মাফ
জ্বপলে যাঁর নাম,
মর্যাদা তাই দিতে শিখো
করে তাঁহার কাম।

 

ছল চাতুরী যতই কর
রেখে অন্ধকারে,
দৃষ্টি তিনি রেখেছেন যে
তোমার আমার ধারে।

 

করোনাকে ভয় করছো
দম আটকে দিবে বলে,
কার হুকুমে আসছে করোনা
আবার যাবে চলে?

 

ভাবছো কি কেউ এসব কথা
ডেকেছো কি কেউ তাঁকে,
যাঁর হুকুমের অপেক্ষায় আছে
করোনা -লুকাইবে কোন ফাঁকে।

 

আমরা সবাই বেঈমান ভাই চিনি শুধু নিজ স্বার্থ,
আল্লাহ্ ছাড়া সবই মিছে
জীবনটাই যে ব্যার্থ।

 

তাই তো বলি ওরে মানুষ
ধান্দা ছেড়ে আসো দিনের পথে,
নামায রোজায় সাক্ষী হবে
ধনসম্পদ যাবে না সাথে।

 

করোনা তাই দিয়ে আল্লাহ্
করলেন ঈমানের পরিক্ষা,
দমে দমে ডাকো তাঁকে
তবেই পাবে রক্ষা।

 

লেখিকা : মহিলা সম্পাদিকা, স্বর্ণালী সাহিত্য পর্ষদ,সিলেট।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম