সিলেট ৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকা থেকে হত্যাচেষ্টার আলোচিত মামলার এজাহারভূক্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলার ঢাকাদক্ষিণ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা দুজনেই গোলাপগঞ্জ থানার তদন্তনাধীন একটি হত্যাচেষ্টা মামলার এজাহারভূক্ত পলাতক আসামি।
গ্রেপ্তারকৃতরা হলো- সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার শীলঘাট গ্রামের হেকিম আলীর ছেলে সুহেল আহমদ (৩৫) ও একই গ্রামের মৃত নিমার আলীর ছেলে ইসলাম উদ্দিন (৩৫)।
এক প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টায় র্যাবের সিপিসি-১ (সিলেট ক্যাম্প)-এর অপারেশন কমান্ডার সিনিয়র এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি কামরুজ্জামান এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোলাপগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার ঢাকাদক্ষিণ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর এএসপি, মিডিয়া অফিসার ওবাইন জানান, মামলাটি গোলাপগঞ্জ থানার তদন্তাধীন হওয়ায় আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি