সিলেট ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৮
সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট ::: মাঠ পর্যায়ে নির্বাচনী প্রচারণার সময় নানা প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
শনিবার (৮ ডিসেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলার খুশালপুর গ্রামের নিজ বাড়িতে কমলগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় এই অভিযোগ করেন তিনি।
কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও পৌর যুবদল আহ্বায়ক সৈয়দ জামাল হোসেনের সঞ্চালনায় সভার শুরুতে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. দুরুদ আহমদ। সভায় হাজী মুজিব বলেন, ২০০১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মৌলভীবাজার-৪ আসনে প্রতিদ্বন্ধিতা করেছিলাম। সেই থেকে দীর্ঘ ১৮ বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও প্রশাসন দ্বারা নানাভাবে নির্যাতিত হয়েছি। এই সময়ে রাজধানী ঢাকা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল থানায় আমার উপর ৭৬টি মামলা দায়ের করা হয়েছিল। এর মাঝে কিছু মামলা থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর বাকীগুলিতে আমি জামিনে আছি। আমি টানা ১৮ বছর ধরে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার মানুষের সেবায় কাজ করেছি। গত ২০১৪ সালের নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হওয়ায় গত ১০ বছরে এ এলাকার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতেও পারেনি।
এবার একাদশ সংসদ নির্বাচনে আমার নির্বাচিত হওয়ার সম্ভাবনা খুবই বেশী জানিয়ে তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যতনই প্রতিবন্ধকতা, প্রতিকূলতা ও নির্যাতন হোক তার পরও আমি নির্বাচনের মাঠে থাকবো। ইতিমধ্যেই নানাভাবে মাঠে আমার নেতাকর্মীদের হুমকি প্রদান করা হচ্ছে। এতেকরে আমি কোন বর্ধিত সভাও করতে পারছি না। পুলিশের পক্ষ থেকে আমাকে নানাভাবে বাঁধা প্রদান করা হচ্ছে। এজন্য আমি দলীয় হাইকমান্ডের মাধ্যমে শ্রীমঙ্গল থানার ওসি মো. নজরুল ইসলাম, কমলগঞ্জ থানার এএসআই আব্দুল হামিদসহ দুইজন এএসআই এর বিরুদ্ধে অভিযোগ করেছি।
১০ ডিসেম্বরের পর থেকে আমার নির্বাচনী প্রচারণায় প্রশাসনসহ আওয়ামী প্রতিবন্ধকতা, প্রতিকূলতা ও জুলম শুরু হতে পারে আশংখ্যা প্রকাশ করে হাজী মুজিব সাংবাদিকদের নির্বাচনী মাঠের এসব সমস্যা গণমাধ্যমে তুলে ধরতে আহ্বান জানান তিনি।
মতবিনিময়কালে কমলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. দুরুদ আহমদ, সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, কমলগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন ও শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সভাপতি মহিউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি