সড়ক দুর্ঘটনা
মাধবপুরে দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০

<span style='color:#C90D0D;font-size:19px;'>সড়ক দুর্ঘটনা</span> <br/> মাধবপুরে দুই মোটরসাইকেল আরোহী নিহত

ফাইল ছবি


মাধবপুর সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এর মধ্যে একজন পুরুষ ও অপরজন নারী ছিলেন। তারা উভয়েই নারায়ণগঞ্জের বাসিন্দা। তবে তাদের সম্পর্ক নিশ্চিত হতে পারেনি পুলিশ।

 

শনিবার (১১ জুলাই) সকাল ১১ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আল-আমিন সিএনজি ফিলিং স্টেশনের পার্শ্ববর্তী (কড্ডা) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনায় নিহতরা হলেন, নারায়ণগঞ্জের বেটকা গ্রামের বাসিন্দা ইমন মিয়া (২৬) ও জান্নাত আক্তার (২৫)।

 

পুলিশের বরাত দিয়ে আমাদের মাধবপুর সংবাদদাতা জানান, নিহত যুবক-যুবতী শ্রীমঙ্গল এক আত্মীয়র বাসা থেকে নারায়ণগঞ্জ ফেরার পথে কড্ডা নামক স্থানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান পেছনে বসা জান্নাত আক্তার (২৫)। আর মোটরসাইকেল চালক ইমন মিয়াকে (২৬) উদ্ধার করে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তৌফিকুল ইসলাম তৌফিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম