সিলেট ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৭:৫০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৮
সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট ::: ব্রাজিলে ব্যাংক ডাকাতির সময় গোলাগুলিতে নিহত ১৪
ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলের একটি শহরে ব্যাংক ডাকাতির চেষ্টার সময় পুলিশ ও সশস্ত্র বন্দুকধারীদের মধ্যে গোলাগুলির ঘটনায় ছয় জিম্মিসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন।
শুক্রবার স্থানীয় সময় গভীর রাতে সিয়েরা রাজ্যের মিলাগ্রেস শহরে এ গোলাগুলি হয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
ডাকাতরা দুটি ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন উড়িয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশ গুলি চালায়। ঘটনাস্থলেই পাঁচ ডাকাতের মৃত্যু হয়।
পুলিশ জানায়, ডাকাতরা ট্রেইলার ট্রাক দিয়ে স্থানীয় একটি মহাসড়ক আটকে ছয়জনকে জিম্মি করেছিল। গোলাগুলিতে ওই জিম্মিদেরও মৃত্যু হয়। সন্দেহভাজন তিন ডাকাতকে আটক করার কথাও জানিয়েছে পুলিশ।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, ১৩ ও ১৪ বছরের দুই কিশোর বয়সীসহ নিহত জিম্মিদের পাঁচজন একই পরিবারের।
তবে ডাকাতদলের সদস্য সংখ্যা কত ছিল তা নিশ্চিত হওয়া যায়নি।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি