শ্রীমঙ্গলে অবৈধভাবে তোলা বালু ও সরঞ্জামাদি জব্দ

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০

শ্রীমঙ্গলে অবৈধভাবে তোলা বালু ও সরঞ্জামাদি জব্দ

শ্রীমঙ্গল সংবাদদাতা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে কালাপুর ইউনিয়ন থেকে অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিবাণ বালু ও বালু তোলার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

 

সোমবার (৬ জুলাই) দুপুরে কালাপুরের আনসার ভিডিপি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন র‌্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক মেজর আহমেদ নোমান জাকি।

 

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘আমাদের গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযানে ২টি শ্যালো মেশিন, একটি বালু বোঝাই ট্রাক, একটি এক্সেভেটর ও বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়েছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায় নি। যারা ছিলো তারা আমাদের দেখেই পালিয়েছে। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’

 

তিনি বলেন, অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ শিরোনাম