সিলেট ২৩শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৬:১৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৮
সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট ::: দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে বিদ্যুৎপৃষ্ট হয়ে বিএনপি নেতা জুনেদ আহমদ গতকাল বৃহস্পতিবার রাত দুইটায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত জুনেদ সিলাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।
জানা যায়, জুনেদ আহমদ বৃহস্পতিবার দিবাগত রাত সিলাম ইউনিয়নের চারকাটিচক এলাকায় মাছ ধরতে যান। মাছ ধরতে গিয়ে রাতের অন্ধকারে বিদ্যুতের তারের সাথে লেগে গুরুতর আহত হন। এক পর্যায়ে তার সাথে থাকা ৪/৫ জন লোক তাকে তাৎক্ষণিক সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সাংসদ আলহাজ্ব শফি আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম আহমদ ও সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি