সিলেট ১৭ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৪ঠা জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০
কুলাউড়া সংবাদদাতা
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে নিখোঁজের একদিন পর সালমান আহমদ (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১ টার দিকে উপজেলার ভাটেরা ইউনিয়নের জগতপুর এলাকার একটি টিলার ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সালমান একই এলাকার সাহাদ মিয়ার ছেলে।
জানা যায়, গত বুধবার (১৭ জুন) বেলা ২ টার দিকে ঘরের রান্নার জন্য জ্বালানী কাঠ সংগ্রহ করতে বাড়ি থেকে বের হয় সালমান। কিন্তু সে আর বাড়ি ফিরেনি। পরে অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে সালমানের বড় ভাই রুহান মিয়া ওই টিলায় লাশটি দেখতে পান। পরে পরিবার ও থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) গোলাম দস্তগীর, কুলাউড়ার থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীসহ পুলিশ কর্মকর্তারা।
ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে ওসি ইয়ারদৌস হাসান প্রায় ২৫০ ফুট উঁচু টিলার ওপর উঠেন। তারপর নিহতের মায়ের কাছ থেকে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
ওসি ইয়ারদৌস হাসান বলেন, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করেছি। ছেলেটির মাথায় একটা আঘাতের চিহ্ন দেখা গেছে। আর তেমন কোন বাহ্যিক আঘাতের চিহ্ন দেখা যায় নি। ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি