তাহিরপুরে গাঁঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৮

 সোনালী সিলেট ডেস্ক  ::: সুনামগঞ্জের তাহিরপুর থেকে গাঁঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।   শুক্রবার ভোর সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে।

র‌্যাব সূত্রে জানা যায়, অভিযানে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন তারিপুর উপজেলা ভূমি অফিসের পার্শে একটি প্লাস্টিকের বস্তার ভিতরে ৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

গ্রেফতারকৃত আসামীর- মোঃ জসিম উদ্দিন (১৯)। সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার মুক্তিখোলা গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে। গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেট র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মোঃ মনিরুজ্জামান শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম