সিলেট ১৭ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৪ঠা জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০
জগন্নাথপুর সংবাদদাতা
সুনামগঞ্জের জগন্নাথপুরে দিন দিন করোনাভাইরাসে আক্রান্ত বেড়েছেই চলছে। গত ২৪ ঘণ্টায় এ উপজেলায় সর্বোচ্চ ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এমতাবস্থায় জেলা প্রশাসক এর নির্দেশনায় জগন্নাথপুর পৌরসভা এবং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নকে রেড জোন চিহ্নিত করা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) থেকে জগন্নাথপুর পৌরসভা ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে আংশিক লকডাউন কার্যকর করা হবে। সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত ওষুধের দোকান ও নিত্যপণ্যের দোকানপাট খোলা থাকবে। বিকেল ৪টার পর থেকে শুধু ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে।
আজ সোমবার (১৫ জুন) ‘ইউএনও জগন্নাথপুর’ অফিসিয়াল ফেসবুক আইডি থেকে এসব তথ্য জানা গেছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বলেন, সম্প্রতি জগন্নাথপুরে করোনা আক্রান্ত সংখ্যা দিন দিন বাড়ছে। জগন্নাথপুর পৌরসভাসহ উপজেলায় মোট করোনায় আক্রান্ত ৪৯ জন। এর মধ্যে আটজন সুস্থ হয়েছেন বলে তিনি জানান।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম জানান, সরকারি সিদ্ধান্তের আলোকে সুনামগঞ্জের জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে জগন্নাথপুরের পৌরসভা এলাকা এবং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে জগন্নাথপুর পৌরসভা এবং সৈয়দপুর শাহারপাড়ায় আংশিক লকডাউন কার্যকর করা হবে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি