সুনামগঞ্জে আরও ১৪ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, জুন ১২, ২০২০

সুনামগঞ্জে আরও ১৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৪ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৩৩ জনে।

 

শুক্রবার (১২ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের (শাবি) বিশেষায়িত পিসিআর ল্যাবে তাদের করোনা ভাইরাস শনাক্ত হয়। ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা করা হলে ওই ১৪ জনের রিপোর্ট পজেটিভ আসে। তারা সকলেই সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।

 

তিনি জানান, শুক্রবার শাবির পিসিআর ল্যাবে ২১৯টি নমুনা গ্রহণ করা হয়। এর মধ্যে ৯৪টি নমুনা পরীক্ষা করে ১৪জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ শিরোনাম