সিলেট ২১শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জুন ৯, ২০২০
সোনালী সিলেট ডেস্ক
গণপরিবহনসহ অন্যান্য স্থানে স্বাস্থ্যবিধি না মানায় সিলেটে ১৬৮ জনকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (০৯ জুন) সকাল ১১ টা থেকে বিকেল পর্যন্ত সিলেট মহানগর ও সিলেটের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাম্মা লাবিবা অর্নব বলেন, গণপরিবহনসহ সকল জায়গায় স্বাস্থ্যবিধি যথাযথবাবে অনুসরণ করা হচ্ছে কি না তা নিশ্চিত করার জন্য সিলেট মহানগর এলাকায় ৮ টি টিম এবং সিলেটের বিভিন্ন উপজেলায় ১১ টিম কাজ করছে।
এদিকে মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টায় মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিলেট নগরীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযানে ৯টি মামলা ও ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা (সিআরও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসীম উদ্দিন, র্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি