সিলেট ১৭ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৪ঠা জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, মে ২২, ২০২০
ফাইল ছবি
সোনালী সিলেট ডেস্ক
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপে লকডাউনের কারণে কানাডায় আটকা পড়া ১৯৫ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে শুক্রবার সকাল ৮টার দিকে তারা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরের এক কর্মকর্তা তথ্যটি নিশ্চিত করেন। এই কর্মকর্তা জানান, কানাডা থেকে আসা কাতার এয়ারওয়েজের (ফ্লাইট নং কিউআর৩৩৯০) বিমানটি আজ সকাল ৮টার কাছাকাছি সময়ে ১৯৫ বাংলাদেশি নিয়ে বিমানবন্দরে অবতরণ করেন।
কানাডার টরেন্টো বিমানবন্দর থেকে গত বুধবার দিবাগত রাতে ১৯৫ বাংলাদেশি নাগরিককে নিয়ে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে রওনা হয়। ফ্লাইটটি গতকাল দোহাতে যাত্রাবিরতি করে।
জানা যায়, কানাডা ফেরত বাংলাদেশিদের মধ্যে বেশিরভাগই দেশটির বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়েপড়ুয়া শিক্ষার্থী ছিল। বাকিদের মধ্যে কানাডায় ব্যবসা ও ভ্রমণে যাওয়া বাংলাদেশি নাগরিক ছিল।
গত বুধবার কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান ও টরেন্টোতে বাংলাদেশের কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ বিমানবন্দরে যাত্রীদের বিদায় জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, করেনায় কানাডায় আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের অনুরোধে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকাস্থ কানাডার বাংলাদেশ দূতাবাস বিশেষ ফ্লাইটির ব্যবস্থার মাধ্যমে তাদের দেশে ফেরার সুযোগ করে দেয়।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি