সিলেট ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ৩০শে শাবান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০১৮
স্পোর্টস ডেস্ক
গত আগস্ট মাসের কথা। সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত খেলেও ফাইনালে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশের মেয়েরা। আজ সেই ভুটানেই আরেকটি শিরোপার দ্বারপ্রান্তে লাল-সবুজ দল। সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। এবার ভুটানের মাটিতে সাফল্য আসবে তো? চাংলিমিথাং স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্স দুর্দান্ত। পাকিস্তানকে ১৭-০ গোলে উড়িয়ে শুরু, তারপর নেপালকে ২-১ গোলে হারিয়ে গ্র“প চ্যাম্পিয়ন। সেমিফাইনালে স্বাগতিক ভুটানও পাত্তা পায়নি সানজিদা-স্বপ্নাদের কাছে, হার মেনেছে ৪-০ গোলে।
বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন অবশ্য নেপালের বিপক্ষে আগের ম্যাচের কথা মাথায় রাখছেন না, ‘সেটা গ্র“প পর্বের ম্যাচ ছিল, আর এখন ফাইনাল। দুটোর মধ্যে পার্থক্য আছে। আমাদের মতো নেপালও শিরোপার জন্য লড়াই করবে।’
সেমিফাইনালে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারতকে টাইব্রেকারে হারানো নেপাল সম্পর্কে কোচের মূল্যায়ন, ‘নেপালকে হালকাভাবে নেওয়ার উপায় নেই। সেমিফাইনালে ওদের খেলা আমরা মাঠে বসে দেখেছি। ওদের পারফরম্যান্স খুবই ভালো ছিল। অবশ্য আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ট্রফি জিততে সমস্যা হবে না।’
৮ গোল নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা সিরাত জাহান স্বপ্না ইনজুরির কারণে সেমিফাইনালে খেলতে পারেননি। তবে ফাইনালে তার মাঠে নামা নিশ্চিত। স্বপ্নাকে ফিরে পেয়ে কোচ দারুণ খুশি, ‘স্বপ্না দলে ফেরায় আমাদের জন্য খুবই ভালো হয়েছে। আমরা এখন ফাইনালে জেতার অপেক্ষায়।’
প্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি