সিলেট ২০শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৭ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, মে ২১, ২০২০
গোলাপগঞ্জ সংবাদদাতা
সিলেটের গোলাপগঞ্জে নতুন আরও ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তি(২১) উপজেলার বাদেপাশা ইউনিয়নের আমকোনা গ্রামের বাসিন্দা। তিনি শহর ঘুরতে গিয়ে সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২১ মে) শনাক্তের বিষয়টি নিশ্চিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী।
তিনি বলেন, করোনা আক্রান্ত ব্যক্তি অতি উৎসাহে সিলেট শহরে ঘুরতে গিয়ে সংক্রমিত হয়েছেন। তার শারীরিক অবস্থা খারাপ হলে নমুনা সংগ্রহ করা হয়। রিপোর্ট পজেটিভ আসলে আমরা বাড়িটি লকডাউন করি। আক্রান্তের যারা এসেছেন তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে। আগামীকাল (২২ মে) তাদের নমুনা সংগ্রহ করা হবে।
এ নিয়ে গোলাপগঞ্জ উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৬ জনে। এর মধ্যে পৌর এলাকার ১৬ জন এবং অন্যান্য ইউনিয়নে ১০। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন এবং মৃত্যু বরণ করেছেন ১ জন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি