বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় ৪ ধাপ এগিয়েছেন শেখ হাসিনা

প্রকাশিত: ৬:৪৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৮

সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট ::: বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীর তালিকায় চার ধাপ এগিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোর্বস ম্যাগাজিনের সর্বশেষ প্রকাশিত তালিকায় ২৬ নম্বরে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আগের বছর একই জরিপে ৩০তম অবস্থানে ছিলেন তিনি।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) ফোর্বস ম্যাগাজিন তাদের সর্বশেষ তালিকা প্রকাশ করে। এতে শীর্ষে রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তিনি টানা ৮ বছর ধরে ক্ষমতাধর নারীর তালিকায় শীর্ষে রয়েছেন।

এছাড়া দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছেন যথাক্রমে ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে ও আইএমএফ চেয়ারম্যান ক্রিস্টিন লাগার্দ।

তালিকায় অন্যান্যদের মধ্যে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের স্ত্রী মেলিডা গেটস (৬), যুক্তরাষ্ট্রের টেলিভিশন উপস্থাপক অপরাহ উইনফ্রে (২০), দ্বিতীয় কুইন এলিজাবেথ (২৩) এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প (২৪)।

ফোর্বস এক বক্তব্যে জানিয়েছে, তালিকায় ২৯ নম্বরে অবস্থানকারী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা আর্দেন বিশ্বের সবচেয়ে কম বয়সী নারী নেতৃত্ব। এছাড়া নিউজিল্যান্ডের সর্বশেষ ১৫০ বছরের মধ্যে তিনি সবচেয়ে কমবয়সী নেতা।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম