সিলেট ২৫শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, মে ১২, ২০২০
জৈন্তাপুর সংবাদদাতা
জৈন্তাপুর উপজেলার হত দরিদ্র মা’দের হাতে খাদ্য সামগ্রী ও ইফতার তুলে দিয়েছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। বিশ্ব মা দিবস উপলক্ষে এবং করোনা ভাইরাস প্রাদুর্ভাবের ফলে ক্ষতিগ্রস্ত হত দরিদ্র মা’দের প্রতি ভালবাসার অংশ হিসেবে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (১২ মে) বিকেল সাড়ে চারটায় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম নিজে উপস্থিত থেকে হতদরিদ্র প্রায় একশত পঞ্চাশ জন মা’কে ঈদের বিভিন্ন খাদ্য সামগ্রীসহ রমজানের ইফতার প্রদান করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমান, অফিসার ইনচার্জ জৈন্তাপুর মডেল থানা শ্যামল বনিক, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (উত্তর) সাইফুল আলম।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন- প্রত্যেকে যার যার অবস্থান থেকে আমাদের মা’দের প্রতি যতœবান হওয়া উচিত। গেল রবিবার মা দিবস ছিল। প্রত্যেকটি দিনই যেন প্রত্যেকে যার যার মা’দের প্রতি যথাযথ দায়িত্বশীল আচরণ করে সেই বার্তাটুকু পৌছে দিতে আজ জৈন্তাপুরে হতদরিদ্র মা’দের পাশে থাকতে জেলা পুলিশের পক্ষ থেকে এ আয়োজন।
বৃদ্ধকালে কোন মা যেন পরিবারের সদস্য দ্বারা অবহেলার শিকার না হয় সেজন্য সবাইকে তিনি অনুরোধ করেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি