সিলেট ২৬শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, মে ১২, ২০২০
সোনালী সিলেট ডেস্ক
গণস্বাস্থ্য কেন্দ্রের করোনার নমুনা পরীক্ষার কিট কার্যকর কি না তা স্পষ্ট হওয়া যাবে শিগগির। কারণ কিট পরীক্ষা নিয়ে বিএসএমএমইউ কর্তৃপক্ষ বিলম্ব করছে এমন অভিযোগের একদিন পরই গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছেন, তাদেরকে চিঠি দেয়া হয়েছে।
বিএসএমএমইউর অনুকূলে কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য চার লাখ ৩৫ হাজার টাকা ব্যাংকে জমা দিতে বলা হয়েছে। সঙ্গে ২০০ কিট দেয়ার জন্য বলা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, বেলা দুইটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ চিঠি দিয়েছে। তিনি বলেন, ‘এটা সরকারি খরচ, এতে আমাদের কোনো আপত্তি নেই। দুপুর দুইটায় চিঠি আসায় আজকে ব্যাংকে টাকা জমা দিতে পারিনি, আগামীকাল জমা দেবো।’
জাফরুল্লাহ বলেন, ‘একই সঙ্গে বিএসএমএমইউ কমিটি কার্যকারিতা পরীক্ষার জন্য ২০০ কিট চেয়েছে। সেটাও আমরা আগামীকাল ১১টার মধ্যে আমরা পৌঁছে দেব।’
সূত্র : ঢাকাটাইমস
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি