সিলেট ১৮ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৫ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, মে ১১, ২০২০
কোম্পানীগঞ্জ সংবাদদাতা
সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আলম নামের এক আওয়ামী লীগ নেতাকে বালু চুরির দায়ে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১১ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার (১১ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ধলাই ব্রিজের নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় বালু চুরি করার কাজে ব্যবহৃত একটি ট্রাক ও একটি পেলুডার মেশিন জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহ আলমসহ তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে।
গ্রেপ্তার শাহ আলম পশ্চিম ইসলামপুর ইউনিয়নের নয়াগাঙেরপাড় গ্রামের সাবেক মেম্বার ময়না মিয়ার ছেলে। তিনি বহুল আলোচিত যুবলীগ থেকে বহিষ্কৃত ও বর্তমান আওয়ামী লীগ নেতা হিসেবে এলাকায় পরিচিত।
জানা যায়, ২০১৪ সালের ৩ অক্টোবর উপজেলার দয়ারবাজারে সংঘটিত একটি ডাকাতির মামলার অন্যতম আসামি হিসেবে শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। ডাকাতির মামলায় সে দীর্ঘদিন কারাভোগ করে। সে সময় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক পদ থেকে শাহ আলমকে বহিষ্কার করা হয়।
এছাড়াও সে কোম্পানীগঞ্জ থানার একাধিক ডাকাতি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। ২০১০ সালে অপহরণ ও হত্যা এবং লাশ গুম করার অভিযোগে একটি মামলাও রয়েছে তার বিরুদ্ধে । বেশ কয়েক বছর থেকে উপজেলায় ডাকাতি, চুরিসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে শাহ আলম।
কোম্পানীগঞ্জ থানার ওসি রজিউল্লাহ বলেন, বালু চুরির সময় শাহ আলমকে পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করে। পরে তাকে প্রধান আসামি করে আরও দুইজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন কোম্পানীগঞ্জে অপরাধ করে কেউ ছাড় পাবেন না।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি