সিলেট ২৬শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, মে ১১, ২০২০
সোনালী সিলেট ডেস্ক
মাদারীপুরের রাজৈর উপজেলার মধ্য লুন্দি গ্রামের মসজিদের ইমামের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার ছয়দিন পরে ওই এলাকার আরও তিন কিশোরের করোনা শনাক্ত হয়েছে।
সোমবার (১১ মে) তাদের করোনা শনাক্ত হয়। এ নিয়ে ইমামের সংস্পর্শে আসা নয়জনের করোনা শনাক্ত হলো। এ তথ্য নিশ্চিত করেন রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডল।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মাদারীপুরে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ৫২ জন। সুস্থ ২৯ জন। চিকিৎসাধীন ২১ জন। দুইজন মৃত্যুবরণ করেছেন। আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ১০, শিবচর উপজেলা ২৪, রাজৈর উপজেলা ১৭ ও কালকিনি উপজেলায় একজন।
রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডল বলেন, রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের ২৫নং মধ্য লুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদের ইমাম করোনায় আক্রান্ত হন। তার সংস্পর্শে আসা আরও তিন কিশোরের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে সোমবার। যাদের বয়স ১৪, ১৬, ১৭ বছর। এদের মধ্যে একজন প্রতিবন্ধী। যার চিকিৎসা তার বাড়িতে বসেই দেয়া হবে। বাকি দুইজনকে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে।
এর আগে শনিবার ইমামের সংস্পর্শে আসা ছয়জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। ওই ছয়জন রাজৈর হাসপাতালে চিকিৎসাধীন। এ নিয়ে ইমামের সংস্পর্শে আসা মোট নয়জনের করোনা শনাক্ত হলো।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি