সিলেট ২৫শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, মে ৯, ২০২০
সোনালী সিলেট ডেস্ক
করোনায় ভারতে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের তৃতীয় দফায় প্রত্যাবর্তন শুরুর দ্বিতীয় ফ্লাইটে ইউএস-বাংলা এয়ারলাইনসে আজ ১৬৫ জন দেশে ফিরেছেন। এদের মধ্যে একটি শিশু রয়েছে।
শনিবার (৯ মে) বেলা ২টা ৪৫ মিনিটে চেন্নাই থেকে আসা ইউএস-বাংলার বিশেষ ফ্লাইটি ঢাকা বিমানবন্দরে অবতরণ করেছে বলে বিমানবন্দরের একটি সূত্র ঢাকা টাইমসকে নিশ্চিত করেছে।
সূত্র জানায়, চেন্নাই থেকে ১৬৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। এদের সঙ্গে একজন শিশু ছিল।
ভারতের চেন্নাতে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের ফেরাতে তৃতীয় দফায় আরও তিনটি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। ফ্লাইটগুলো যথাক্রমে আগামী ১০, ১৩ ও ১৪ মে বাংলাদেশিদের নিয়ে ঢাকায় পৌঁছাবে।
সম্প্রতি এক বার্তায় ঢাকাস্থ দিল্লির বাংলাদেশ জানায়, কলকাতা, মুম্বাই, দিল্লি ও চেন্নাই ছাড়াও বেঙ্গালুরু থেকে বিশেষ ফ্লাইট পরিচালনার কাজ করছে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পর্যাপ্ত যাত্রীসংখ্যা ও অনুমোদন পাওয়ার ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চারটি ফ্লাইট পরিচালনার প্রক্রিয়া শুরু হয়েছে।
কলকাতা থেকে ১০ মে বেলা আড়াইটায়, মুম্বাই থেকে ১২ মে বেলা আড়াইটায়, বেঙ্গালুরু থেকে ১৩ বা ১৫ মে বেলা আড়াইটায়, দিল্লি থেকে ১৪ মে বেলা আড়াইটায় ফ্লাইটগুলো বাংলাদেশের উদ্দেশে ছাড়ার সম্ভাব্য সময় নির্ধারণ রয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৪ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারা দেশে ২১ দিনের লকডাউন ঘোষণা করেন। এতে দেশটির বিভিন্ন শহরে আটকা পড়েন দুই হাজার ৫০০ বাংলাদেশি নাগরিক।
এদের মধ্যে সবচেয়ে বেশি আটকা পড়ে দেশটির চেন্নাইতে। মূলত এখানে বেশিরভাগ বাংলাদেশি নাগরিকর চিকিৎসা করাতে গেছে বলে জানা যায়।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি