সিলেট ১৮ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৫ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, মে ৩, ২০২০
জগন্নাথপুর সংবাদদাতা
জগন্নাথপুরে হতদরিদ্র, দিনমজুর ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে।
জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে দুই দিন ধরে বিভিন্ন শ্রেণি-পেশার লোকদেরকে প্রধানমন্ত্রীর এ উপহার পৌঁছে দেন। এসময় জগন্নাথপুর পৌরসভা, আশারকান্দি ইউনিয়ন, সৈয়দপুর, শাহারপাড়া ইউনিয়নসহ প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ৮০০ পরিবারের মধ্যে প্রতিজনকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
শনিবার (২ মে) সকাল ১০টা থেকে সারা দিনব্যাপী সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণসামগ্রী বিতরণ করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম।
এদিকে, বিকেল ৫টায় আশার কান্দি ইউনিয়নের নয়াবন্দর বহুমুখী উচ্চ বিদ্যালয়েরের মাঠে প্রধানমন্ত্রীর ১০ কেজি চালের সাথে আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সত্তারের ব্যক্তিগত উদ্যোগে আরো ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ লিটার সুয়াবিন তেল ও ১ টা সাবান আরও ৭২টি পরিবারের মধ্যে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোনাইম খান ছাদ, আওয়ামী লীগ নেতা আব্দুল বারী, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, সদস্য আব্দুল কাইয়ুম, আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মহিবুর রহমান রাসেল, ছাত্রলীগ সভাপতি সুজন মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন মিয়া প্রমুখ।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি