সিলেট ১৯শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০
শ্রীমঙ্গল সংবাদদাতা
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ২৬ বছর বয়সি এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত যুবক একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন বলে জানা গেছে। দেশে করোনা সংক্রমন শুরুর এক মাস ১৭ দিনের মাথায় এই প্রথম শ্রীমঙ্গল উপজেলায় কেউ আক্রান্ত হলেন।
শুক্রবার আক্রান্তের তথ্যটি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গলের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজ্জাদ হোসেন৷
এদিকে আক্রান্ত ব্যক্তি যে ভবনে থাকেন সে ভবনটি লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন৷
উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান জানান, ওই ভবনে বসবাসরত সকলকে ভবন থেকে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই ভবনে আক্রান্ত ব্যক্তির সাথে আরো কয়েকটি বেসরকারি ব্যাংকে কর্মরত কয়েকজন কর্মকর্তাও রয়েছেন৷
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি