সিলেট ১৭ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৪ঠা জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০
গোলাপগঞ্জ সংবাদদাতা
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের প্রবাসী সংগঠন মীরগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (ইউকে) উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজানের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে মীরগঞ্জ এলাকার ৬০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ঘরে ঘরে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- ইউপি সদস্য হেলাল উদ্দিন, যুবলীগ নেতা শাবের আহমদ, ইবনে কালেকশন অ্যান্ড কন্সালটেশন সেন্টার মীরগঞ্জের মার্কেটিং অফিসার দেলাওয়ার হোসাইন, মুক্তাদির হোসাইন, সারো মিয়া, এমদাদুল ইসলাম, ইসলামি ব্যাংক মীরগঞ্জ বাজার আউটলেট শাখার আইটি অফিসার আব্দুল মজিদ আলম।
এছাড়াও তোফায়েল আহমেদ, সাজু আহমেদ, তারেক আহমদ, রুজেল আহমদ, রেহান আহমদ, রাজু আহমদ, কারী আমির হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় সংগঠনের সমন্বয়ক মুক্তাদির হোসাইন বলেন, প্রবাসীরা আজ এই কঠিন পরিস্থিতিতে সবচেয়ে বেশি অসহায়। তার পরও তাদের চিন্তা সবসময় জন্মভূমি নিয়ে। তারা এই সংকটাপন্ন অবস্থায়ও দেশের অসহায় মানুষদের কথা চিন্তা করে যাচ্ছেন। তাদের সাথে কাজ করতে পেরে আমার খুবই ভালো লাগছে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি