সিলেট ১৮ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৫ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০
কানাইঘাট সংবাদদাতা
কানাইঘাট উপজেলায় করোনা সন্দেহে আরও ৯জনের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে পাঠানো হয়েছে। গত তিনদিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নমুনা সংগ্রহ করা হয়। এর আগে তারা ঢাকার বিভিন্ন এলাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও মুন্সীগঞ্জ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় তাদের নিজ বাড়িতে আসেন। পরে স্থানীয়দের মাধ্যমে প্রশাসনিকভাবে তাদের শনাক্ত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।
এদিকে গত কয়েকদিনে বেশ কয়েকজন কানাইঘাটের বাসিন্দা ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে বিভিন্ন শিল্প কারখানায় নিয়োজিত থাকা শ্রমিকরা তাদের বাড়িত ফিরে আসায় জনসাধারনের মধ্যে এক ধরনের উদ্বেগ দেখা দিয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. শেখ শরফুদ্দিন নাহিদ জানিয়েছেন, ‘ইতোমধ্যে আমরা মোট ১৪ জনের নমুনা সংগ্রহ করেছি। তাদের মধ্যে ৫ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। ঢাকা ও নারায়ণগঞ্জ, গাজীপুর ও মুন্সিগঞ্জ থেকে গত এক সপ্তাহ ধরে যারা এলাকায় এসেছেন তাদের মধ্যে ৯ জনের নমুনা সংগ্রহ করে সিওমেক হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে এবং দু’এক দিনের মধ্যে আমাদের হাতে আসবে। তাদের মধ্যে ২ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসাও দেয়া হচ্ছে এবং বাকি ৭জনকে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে নজরদারিতে রাখা হয়েছে।’
তিনি বলেন- ‘আতংকের কোন কারণ নেই। করোনাভাইরাসের যেসব লক্ষণ রয়েছে প্রাথমিকভাবে আমরা অনেকের সে ধরনের লক্ষণ পাই নি। যেহেতু ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের অন্যান্য এলাকা থেকে যারা সদ্য নিজ এলাকায় এসেছেন তাদের শরীরে করোনা রয়েছে কি না নমুনা সংগ্রহের জন্য আমাদের নির্দেশনা রয়েছে। সেই আলোকে আমরা কাজ করে যাচ্ছি।’
ডা. শরফুদ্দিন নাহিদ আরো বলেন, ‘আমরা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের বেড সংখ্যা বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছি। এক্ষেত্রে সরঞ্জামাদি ক্রয় করার জন্য কেউ অর্থ দিয়ে আমাদের সহযোগিতা করলে আমরা উপকৃত হব। এছাড়া কোন স্বেচ্ছাসেবী সংগঠন যারা হাপাতালে আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন ডাক্তারের পাশাপাশি তাদের সেবাযতœ এবং খাবারের ব্যবস্থার জন্য এগিয়ে আসলে তাদের স্বাগত জানানো হবে।’
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি