সিলেট ২৬শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০
সিকৃবি সংবাদদাতা
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা ও অফিস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জানানো যাচ্ছে, করোনাভাইরাস (ঈঙঠওউ-১৯) এর প্রাদুর্ভাব রোধে উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ে ক্লাস, পরীক্ষা ও অফিস বন্ধ থাকবে। তবে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল (সিলেট) ত্যাগ না করার জন্য অনুরোধ জানানো হল।
এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-
১। জরুরি প্রয়োজনে যেকোন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী দাপ্তরিক দায়িত্ব পালন করবেন। জরুরি প্রয়োজন ছাড়া বহিরাগত কেউ ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান করতে পারবেন না।
২। জরুরি সেবাসমূহ- অর্থ ও হিসাব, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস, প্রকৌশল শাখা, হেলথ কেয়ার সেন্টার, বিদ্যুৎ-গ্যাস-পানি সরবরাহ, প্রিভেন্টিভ শাখা, নিরাপত্তা শাখা ন্যূনতম জনবল দ্বারা চালু থাকবে।
৩। এই ছুটিকালীন সময়ে সকলকে আচরণের সকল শিষ্টাচার অনুসরণ করে নিজ নিজ বাসা/বাড়িতে অবস্থানের পরামর্শ দেয়া হলো।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি