সিলেট ২৮শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০
সোনালী সিলেট ডেস্ক
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধকালে সাধারণ ছুটির দাবিতে শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় একযোগে দেশের ২৩০টি চা বাগানে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
সারাদেশে করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ ছুটি ঘোষণা করা হলেও চা শ্রমিকদের রাখা হয়েছে এ ছুটির বাইরে। প্রতিদিন ঝুঁকি নিয়ে কাজ করলেও সাধারণ ছুটির দাবিতে আঞ্চলিক চা বাগানগুলোর শ্রমিকরা বিচ্ছিন্নভাবে ছুটিতে যান। পরবর্তীতে মজুরি না পাওয়ার আশঙ্কায় আবারও শ্রমিকরা ২ দিন পরে কাজে যোগ দেন। এবার ছুটির দাবিতে ফুঁসে উঠেছেন শ্রমিকরা। ক্ষোভের অংশ হিসেবে শনিবার তারা মানববন্ধনের সিদ্ধান্ত নেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় শ্রীমঙ্গলস্থ লেবার হাউজ সূত্রে জানা যায়, সরকারি সিদ্ধান্তে এই সময়ে চা বাগানে সাধারণ ছুটি ঘোষণা না করায় চা বাগানগুলোতে শ্রমিকদের মাঝে চাপা উত্তেজনা বিরাজ করছে।
এ আলোকে গত ৭ এপ্রিল শ্রীমঙ্গলস্থ চা শ্রমিক ইউনিয়নের লেবার হাউজে ইউনিয়নের কার্যকরী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হলে সেই বৈঠকে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে চা শ্রমিক জনপ্রতিনিধি, বিগত চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরাও উপস্থিত ছিলেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি চা বাগান পঞ্চায়েত থেকে সকল চা বাগান ব্যবস্থাপকের কাছে সাধারণ ছুটি ঘোষণার দাবি জানিয়ে ইতোমধ্যেই লিখিত আবেদন করা হয়েছে।
তাছাড়া শ্রম মন্ত্রণালয়েও লিখিত আবেদন করা হয়েছে। এ আবেদনের পরও চা বাগান শ্রমিকদের সাধারণ ছুটি না দেওয়ায় জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার সকাল ৯টায় এক যোগে দেশের ২৩০টি চা বাগানে শ্রমিকরা মানববন্ধন কর্মসূচি পালন করবে। এ কর্মসূচি পালনের পর পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে বলেও জানা যায়।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী বলেন, দেশের সকল ক্ষেত্রে এই দুর্যোগের সময় সাধারণ ছুটি চললেও কি কারণে শুধুমাত্র চা শ্রমিকদের ছুটি দেওয়া হয়নি তা তিনি বুঝতে পারছেন না।
তিনি মনে করেন প্রধানমন্ত্রীকে হয়তো ভুল বোঝানোর কারণে তিনি চা বাগানের বার্তা বোঝেননি। চা বাগানে করোনাভাইরাস সংক্রমিত হলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য শনিবার সারাদেশের ২৩০টি চা বাগানে মানববন্ধন কর্মসূচি পালন করবে চা শ্রমিকরা। মানববন্ধন শেষে চা বাগানে সাধারণ ছুটির দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রেরণ করা হবে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি