সিলেট ১৯শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০
সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জে কৃষি যন্ত্রপাতি মেরামতের জন্য জেলার সকল ওয়ার্কশপ ও সংশ্লিষ্ট সকল দোকান খোলা থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে নিজের ফেসবুক আইডিতে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এর আগে বুধবার সকালে কৃষি যন্ত্রপাতি মেরামতের জন্য সুনামগঞ্জের সকল ওয়ার্কশপ চালুর দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয় জেলা কৃষক লীগ।
সুনামগঞ্জ জেলা কৃষকলীগের সদস্য সচিব বিন্দু তালুকদার স্বাক্ষরিত স্মারকলিপি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ’র ই-মেইলে পাঠানো হয়। স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেছেন, কৃষকদের সুবিধার্থে এ ব্যাপারে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছিল, করোনাভাইরাসের প্রভাবে সকল শ্রেণি পেশার লোকজনের ন্যায় হাওরের কৃষক সমাজ চরমভাবে আতঙ্কগ্রস্ত আছেন। কিছুদিন পর সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো ধান কাটা শুরু হবে। কিন্তু করোনা ভাইরাস প্রতিরোধে সকল হাট-বাজারের ওয়ার্কশপ বন্ধ থাকায় কৃষকরা তাদের কৃষি যন্ত্রপাতি (মাড়াইকল, ট্রলি, ট্রাক্টরসহ অন্যান্য যন্ত্রপাতি) মেরামত ও তৈরি করতে পারছেন না। এতে বোরো ফসল তোলায় চরম ব্যাঘাত ঘটবে বলে আশংকা করছেন কৃষকরা। এমতাবস্থায় কৃষকদের সুবিধার্থে প্রতিদিন অন্তত সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সুনামগঞ্জের সকল হাট-বাজারের ওয়ার্কশপগুলো চালু রাখা জরুরি প্রয়োজন
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি