সিলেট ১৭ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৪ঠা জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০
সোনালী সিলেট ডেস্ক
সিলেট শহীদ শামসুদ্দিন (সদর) হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা সর্বশেষ ১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। রিপোর্টে তাদের কারও মাঝে পজিটিভ পাওয়া যায়নি। এর আগে বিভিন্ন তারিখে তারা করোনা সন্দেহে সেখানে ভর্তি হন। এরপর তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। তবে, কাদের কারো নমুনায় পজিটিভ বা কেউ করোনা আক্রান্ত না থাকায় রিপোর্ট সিলেটে পাঠানো হয়নি।
এ অবস্থায় সব মিলিয়ে সিলেট এখনও করোনামুক্ত বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল। রবিবার (৫ এপ্রিল) গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘যেহেতু কারো রক্তে করোনা ধরা পড়েনি তাই আর রিপোর্ট ঢাকা থেকে সিলেটে আসেনি। তবে কার রক্তে করোনা নেই এটি নিশ্চিত করা হয়েছে।’
এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট শহীদ শামসুদ্দিন (সদর) হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ভর্তি হয়েছেন ২ জন। এর আগে আর ২ জন ভর্তি ছিলেন। সব মিলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে বর্তমানে ভর্তি আছেন মোট ৪ জন। তবে হোম কোয়ারেন্টাইনে নতুন করে কাউকে যুক্ত করা হয়নি।
প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর থেকে এখন পর্যন্ত রাজধানী ঢাকা ছাড়াও আরো ১০ জেলায় করোনা রোগী শনাক্ত হলেও সিলেটে এখনো কাউকে করোনায় আক্রান্ত পাওয়া যায়নি। প্রবাসী অধ্যুষিত অঞ্চল হিসেবে শুরু থেকে সিলেট সবচেয়ে ঝুঁকিতে থাকলেও নানা সতর্কতা ও সচেতনতার মাধ্যমে এখন পর্যন্ত করোনামুক্ত অবস্থায় আছে সিলেট। এ সচেতনতা আর বাড়ানো গেলে বিপদমুক্ত থাকার আশা করছেন সিলেটের কর্তাব্যক্তিরা।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি