সিলেট ২৮শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ৬ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৬:২৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৮
সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট ::: বছরে চার কোটি ৮৪ লাখ ৪৮ হাজার ৭০০ টাকা আয় করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নির্বাচনী হলফনামায় এমনটিই উল্লেখ করেছেন তিনি।
নড়াইল-২ আসন থেকে নৌকার টিকিট পাওয়া এই প্রার্থীর হলফনামায় বলা হয়েছে- কৃষি খাত থেকে মাশরাফি বছরে পাঁচ লাখ ২০ হাজার টাকা আয় করেন। আর ব্যবসা থেকে সাত লাখ ২০ হাজার এবং চাকরি থেকে তিন কোটি ১৭ লাখ চার হাজার টাকা আয় করেন তিনি। এছাড়া অন্যান্য খাত থেকে বছরে তাঁর আয় এক কোটি ৫৫ লাখ চার হাজার ৭০০ টাকা।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নড়াইল সদর আসন (নড়াইল-২) নড়াইল পৌরসভা, সদর উপজেলার আটটি ইউনিয়ন এবং লোহাগড়া পৌরসভা ও লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে বর্তমানে মোট ভোটার সংখ্যা তিন লাখ ১৭ হাজার ৭৮২। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫৭ হাজার ১০৫ জন এবং নারী ভোটার রয়েছে এক লাখ ৬০ হাজার ৬৭৭ জন।
প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের এ আসন থেকে আওয়ামী লীগ বরাবরই ভালো ফলাফল করেছে। ১৯৭৩, ৯১, ৯৬, ২০০৮ এবং ২০১৪ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক জয়লাভ করে। তবে ২০১৪ সালে আওয়ামী লীগের নৌকা নিয়ে জয়লাভ করেন ওয়ার্কার্স পার্টির নেতা বর্তমান সংসদ শেখ হাফিজুর রহমান। আসনটিতে ৮৬ ও ৮৮ সালে জাতীয় পার্টি এবং ১৯৭৯ এবং ২০০১ উপ-নির্বাচনে বিএনপি জয়লাভ করে।
এবার নড়াইল-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপির) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ অথবা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শরীফ কাসাফুদ্দোজা কাফী।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি