সিলেট ১৭ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৪ঠা জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০
সোনালী সিলেট ডেস্ক
সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে থাকা এক কিশোরীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বেলা দেড়টায় শ্বাসকষ্ট জনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।
এর আগে সকাল সাড়ে ১১ টার দিকে সিলেটের বালাগঞ্জ উপজেলার ১৬ বছর বয়সী ঐ কিশোরী জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় এক সংবাদ সম্মেলনে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান।
তিনি বলেন, কিশোরী ভর্তি হওয়ার পরপরই আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে দেখে অক্সিজেন ও অন্যান্য সার্পোট দেয়া হয়েছে। কিশোরীর ইতিহাস নিয়ে আমরা জানতে পারলাম তার শরীরে করোনাভাইরাসে উপসর্গ নেই। দুই মাস আগে থেকেই তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল।
তিনি আরও বলেন, যেহেতু সে কোন বিদেশীর সংস্পর্শে যায়নি সেজন্য তার করোনা পরীক্ষার দরকার নাই। কারণ আমাদের চিকিৎসকরা এটিকে স্বাভাবিক মৃত্যু বলে নিশ্চিত করেছেন। কিশোরীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের করা হবে। তার পরিবার স্বাভাবিক প্রক্রিয়ায় মরদেহটি দাফন করতে পারবেন।
নমুনা রাখার দরকার নেই জানিয়ে তিনি বলেন, আমরা তার নমুনা রাখবো না। কারণ এটি স্বাভাবিক মৃত্যু। সেজন্য আমরা কিশোরীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে দেব।
এদিকে সিলেটে করোনা সন্দেহে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হওয়া আরও ৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েনি। মঙ্গলবার (৩১ মার্চ) শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি