সিলেট ১৭ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৪ঠা জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০
গোলাপগঞ্জ সংবাদদাতা
করোনাভাইরাস সর্তকতায় গোলাপগঞ্জের বিভিন্ন সড়কে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে গোলাপগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর শহরের প্রধান সড়ক, আহমদ খান রোড, সিলেট-জকিগঞ্জ রোড, ঢাকাদক্ষিণ রোডসহ বিভিন্ন অলিগলিতে জীবাণুনাশক স্প্রে করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর প্যানেল মেয়র জহির উদ্দিন সেলিম, জবান আলী, এম ফজলুল আলম, রুহিন আহমদ খাঁন, আব্দুল জলিল, জামাল আহমদ জানাল, নাজিম উদ্দিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস, শাকিল আহমদ প্রমুখ।
পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেন, আমরা পৌর সভার পক্ষ থেকে করোনাভাইরাস প্রতিরোধে সড়কে জীবাণুনাশক স্প্রে করেছি। করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে না আশা পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। তবে তিনি সবাইকে সচেতন থাকার আহবান জানান।
তিনি বলেন, করোনাভাইরাস বিশ্বব্যাপী একটা দুর্যোগ। এটি কোনভাবেই একা মোকাবেলা সম্ভব নয়। সেজন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। একই সাথে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। আর অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে। তাহলেই আমরা নিজে সুরক্ষিত থাকতে পারবো একই সাথে সুরক্ষিত থাকবে পরিবার এবং দেশ।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি