সিলেট ১৭ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৪ঠা জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০
সোনালী সিলেট ডেস্ক
ভারতে এই প্রথম অণুবীক্ষণ যন্ত্রে ধরা পড়লো করোনভাইরাসের ছবি। দেশটির পুণের আইসিএমআর-এনআইভির বিজ্ঞানীদের ইলেক্ট্রন মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্রে এই প্রথম ধরা পড়ল করোনা ভাইরাসের ছবি। তবে কি এবার ভারতে এই ভাইরাসকে দমাতে পারবে?
কীভাবে ওই ভাইরাসের হদিশ মিলল সেই তথ্য সহ করোনা সম্পর্কিত যাবতীয় তথ্য প্রকাশ করা হল ইন্ডিয়ান জার্নাল অব মেডিকেল রিসার্চে।
জানা গেছে, গত ৩০ জানুয়ারি ভারতের প্রথম ঝধৎং-ঈড়া-২ ভাইরাস আক্রান্তের গলা থেকে সংগৃহীত নমুনা গবেষণাগারে বিশ্লেষণ করার সময় ওই ছবিটি তোলা হয়। করোনা আক্রান্ত যে মহিলার গলা থেকে সংগ্রহ করা লালায় ওই ভাইরাস মেলে তিনি এর আগে চীনের উহানে চিকিৎসাবিজ্ঞানের পড়াশোনা করছিলেন। ওই দেশ থেকে ভারতে ফিরে আসার পরেই তাঁর শরীরে ঈঙঠওউ-১৯ এর সংক্রমণ ধরা পড়ে।
উহান ফেরত ওই ছাত্রী আদতে কেরালার বাসিন্দা। বছর দুয়েক আগে মেডিসিন বিভাগে উচ্চশিক্ষা লাভের জন্যে চীনে গেছিলেন তিনি। তারই শরীর থেকে সংগ্রহ করা নমুনায় মেলে করোনা ভাইরাসের ছবি।
পুণের বিজ্ঞানীদের দাবি, এই ভাইরাসের সঙ্গে আকারগত সাদৃশ্য রয়েছে ২০১২ সালে চীনে ব্যাপক সংক্রমণ ঘটানো গবৎং-ঈড়া ভাইরাস বা মিডল ইস্ট রেস্পিরেটরি সিন্ড্রোম করোনাভাইরাসের। পাশাপাশি এই ভাইরাসের সঙ্গে মিল পাওয়া গেছে ২০০২ সালে ছড়িয়ে পড়া ঝধৎং-ঈড়ঠ বা ঝঅজঝ (সিভিয়র অ্যাকিউট রেস্পিরেটরি সিন্ড্রোম) নিউমোনিয়া ভাইরাসেরও।
পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে করা কেরালার ছাত্রীর শরীর থেকে সংগৃহিত নমুনাগুলোর জিন সিকোয়েন্সিংয়ে দেখা গেছে যে উহানের ভাইরাসের সঙ্গে এই ভাইরাসটি ৯৯.৯৮ শতাংশ মিল রয়েছে।
“ঝঅজঝ-ঈড়ঠ-২ এর ট্রান্সমিশন ইলেক্ট্রন মাইক্রোস্কোপি ইমেজিং” নামে প্রকাশিত ওই নিবন্ধটি লিখেছেন আইসিএমআর-এনআইভি জাতীয় ইনফ্লুয়েঞ্জা কেন্দ্রের বিশেষ দলের বৈজ্ঞানিকরা। লেখকদের মধ্যে রয়েছেন এনআইভির পুণের উপ-নির্দেশক এবং ইলেক্ট্রন মাইক্রোস্কোপি এবং প্যাথলজি বিভাগের প্রধান অতনু বসু।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি