সিলেট ১৪ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৮
সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট ::: আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে অংশগ্রহণেচ্ছুক আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম বলেছেন, ‘নির্বাচন কমিশনে ন্যায়বিচার না পেলে আদালতে যাবো। আমি শেষ পর্যন্ত লড়ে যাবো। অন্যায়ভাবে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমার কোনো ভুল ছিল না। আমি আপিল করেছি।’
সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে হিরো আলম মনোনয়ন পত্রের বৈধতা পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করার পরে সাংবাদিকদের একথা বলেন।
একাদশ জাতীয় নির্বাচনে নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে ভোটে অংশগ্রহণ করতে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র দাখিল করেন হিরো আলম। কিন্তু রোববার (২ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন রিটার্নিং কর্মকর্তা তা বাতিল করে দেন।
তারই প্রেক্ষিতে সোমবার দুপুরে মনোনয়ন পত্রের বৈধতা পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম।
এদিকে স্বতন্ত্র প্রার্থী হয়ে কেউ মনোনয়নপত্র জমা দিলে নির্বাচনী এলাকার মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর লাগে। হিরো আলম ৩ হাজার ৫শ’ ভোটারের স্বাক্ষর-সম্বলিত তালিকা জমা দিয়েছিলেন। এর মধ্যে থেকে ১০ জনের তালিকা যাচাইকালে তিনজন ভোটারের তালিকা ভুয়া পাওয়া যায়। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম।
আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আপিল চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। ৬ থেকে ৮ ডিসেম্বর শুনানি করে আপিল নিষ্পত্তি করা হবে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি