১২নং ওয়ার্ড মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতি সজিব ঘোষসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

১২নং ওয়ার্ড মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতি সজিব ঘোষসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

সিলেট মহানগরের অন্তর্গত ১২নং ওয়ার্ড মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতি সজিব ঘোষসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চ। গতকাল শনিবার বেলা ৩টার দিকে মিছিলটি নগরের জিতু মিয়া পয়েন্ট থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

 

মিছিল পরবর্তীতে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চের যুগ্মা-সাধারণ সম্পাদক আদনান আরিফ।

 

তিনি বলেন, ১২নং ওয়ার্ড মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতি সজিব ঘোষসহ নেতাকর্মীদের উপর মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের করেছেন সিলেট জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাকিল মোর্শেদের বড় ভাই মুন্না মোর্শেদ। যারফলে নির্দোষ নেতাকর্মীরা এখন হাজত বাস করছেন। নেতাকর্মীরা ষড়যন্ত্রের শিকার। রাজনৈতিক প্রতিহিংসায় তাদের উপর এমন মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। যা খুবই ন্যাক্কারজনক।

 

আগামী ৭২ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার করে সকল রাজবন্দীদের মুক্তি না দিলে সিলেট জেলা ও মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও তিনি হুশিয়ারি দেন।

 

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সুমন, ১২নং ওয়ার্ড মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি রবিউল ইসলাম, সহ-সভাপতি ফারহান হাবিব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান হৃদয়, সাংগঠনিক সম্পাদক সাগর আহমেদ, সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ ১২নং ওয়ার্ড শাখার সাবেক সাধারণ সম্পাদক শুভ ঘোষ, ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্মা-সাধারণ সম্পাদক অজিত দাস অভি, দক্ষিণ সুরমা ছাত্রলীগ নেতা রনি ঘোষ, রানা আহমেদ, জুবায়ের আহমেদ হৃদয়, সাব্বির, শাকিল, পার্থ, মল্লিক, ১২নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা আরিয়ান খান জাকির, পারভেজ হোসেন রাবেল, ফারহান আহমেদ সুহেল, ফরহাদ, আনোয়ার, তানিম, ফাহিম, মাছুম, জুয়েল, মেহেরাজ ও ফাহিম প্রমুখ। -বিজ্ঞপ্তি

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ শিরোনাম