সিলেটের শাহী ঈদগাহে লোডারের কাণ্ড

প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০১৮

ডেস্ক রিপোর্ট
লোডারের (মাটিকাটার গাড়ি) চাপায় একটি সিএনজি অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে। রোববার বেলা সাড়ে ১০টার দিকে নগরীর শাহী ঈদগাহ পয়েন্টে দুর্ঘটনাটি ঘটে। তবে এই ঘটনায় কেউ আহত হননি।
চলন্ত রোডারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিক্সার উপর ছিটকে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তারা বলেন, ভোলাগঞ্জে পাথর উত্তোলনকাজে নিয়োজিত একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের লোডার যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। খুঁটিসহ লোডারটি গিয়ে শাহী ঈদগাহ স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিক্সার উপর পড়লে সেটি পুরোপুরি দুমড়েমুচড়ে যায়।
স্থানীয়রা লোডার ও তার চালককে আটক করেছেন। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করলেও বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টায় উভয়পক্ষের আলোচনা চলছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম