সিলেট ২৮শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০
দোয়ারাবাজার সংবাদদাতা
মুজিববর্ষে দোয়ারাবাজার উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। পাশাপাশি হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন এমপি মুহিবুর রহমান মানিক।
রোববার (১ মার্চ) বিকালে পান্ডারগাও ইউনিয়নের হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শতভাগ বিদ্যুতায়ন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, গুজবে কান দিবেন না, আওয়ামী লীগে মুনাফিকদের স্থান নেই।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফতেহুল ইসলাম এর সভাপতিত্বে আমজাদ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম, সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানাজার অখিল কুমার সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম মিনা, পল্লীবিদ্যুত সমিতির এলাকা পরিচালক আহমদ আলী আপন, ছাতক জোনাল অফিসের ডিজিএম মো. মনিরুল ইসলাম, দোহালিয়া প্রগতি উচ্চ বিদ্যালয় সভাপতি দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু, লক্ষীপুর ইউ.পি চেয়ারম্যান আমিরুল হক, দোহালিয়া ইউপি চেয়ারম্যান
কাজী আনোয়ার মিয়া আনু, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, আওয়ামী লীগ নেতা বরুন চন্দ্র দাস,
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এরশাদ আলী মেম্বার, আব্দুল গফুর, আবল হাসনাত, মুক্তিযোদ্ধা মিম্বর আলী, আজাদ মিয়া, ওয়াব আলী মেম্বার, উপজেলার সেচ্ছাসেবক লীগ নেতা মো. ছালিক মিয়া, মোশারফ হোসেন, কামলা উদ্দিন, শাহব উদ্দিন, যুবলীগ নেতা আজিজুল, মোহাম্মদ আলী, ছাত্রলীগ নেতা রুয়েল আহমদ তালকদার, নিউটন দাস, সুহেল আহমদ, বায়েজীদ বোস্তামী প্রমুখ।
এসময় পান্ডারগাও ইউনয়নের মোট ২৭টি গ্রামে প্রায় পাচহাজার গ্রাহকের মধ্যে একযোগে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন এমপি।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি