সিলেট ২৮শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০
গোলাপগঞ্জ সংবাদদাতা
গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণের কানিশাইলে (বড়বাড়ি) এবিকে চৌধুরী চ্যারিটেবল হাসপাতালের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাসপাতাল ভবনে এ চক্ষু ক্যাম্পে উপজেলার বিভিন্ন স্থানের প্রায় ৫শ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের ২৯নং ওয়ার্ডের কাউন্সিলর এসএম শওকত আমিন তৌহিদ, ঢাকাদক্ষিণ ইউপি’র চেয়ারম্যান এসএম আব্দুর রহিম, এবিকে চৌধুরী চ্যারিটেবল হাসপাতালের পরিচালক ছয়েফ আহমদ চৌধুরী।
ফ্রি চক্ষু শিবিরে আগত রোগীদের চোখের চিকিৎসা সেবা প্রদান করতে উপস্থিত ছিলেন সিলেট জালালাবাদ চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস, সজল দেব, প্রোগ্রাম অর্গনাইজার মোহাম্মদ পিংকু আব্দুর রহমান, অটি সহকারী বিশ্বজিৎ কর বিশু, শুধাংশ মল্লিক।
এছাড়াও চক্ষু শিবিরে আগত সকল রোগীকে বিনামূল্যে ঔষধ বিতরণ ও ৬০ জন রোগীকে চোখের পরীক্ষা-নিরীক্ষা শেষে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। এসময় ১৯ জন ছানি রোগী বাছাই করে তাদের বিনা মূল্যে অপারেশন করতে প্রস্তুত করা হয়।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি