সিলেটে লোক সংস্কৃতি উৎসবে মুক্তাক্ষরের সংগীত পরিবেশন

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০

সিলেটে লোক সংস্কৃতি উৎসবে মুক্তাক্ষরের সংগীত পরিবেশন

সোনালী বিনোদন ডেস্ক
‘শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে জেলা শিল্পকলা একাডেমী সিলেট আয়োজিত ৫দিনব্যাপী একুশের বইমেলা ও লোক সংস্কৃতি উৎসব-২০২০ দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর দলগত আবৃত্তি ও সংগীত পরিবেশন করে। বিমল করের গ্রন্থনা ও নির্দেশনায় সুস্মিতা চৌধুরীর সঞ্চালনায় ‘আমি ভাই খ্যাপা বাউল’ দ্বৈত কণ্ঠে পরিবেশন করে মনিষা ও ঐশিকা, ‘মিলন হবে কত দিনে’ একক গান পরিবেশন করে পম্পি। দ্বৈত ও দলগত আবৃত্তি পরিবেশন করে পিউ, হিমেল, গুলজার, পূজা, স্মিতা, নির্ঝর ও স্বপ্ন। কবিতা ও গানে যন্ত্র শিল্পীর দায়িত্ব পালন করেন কিবোর্ডে পরসেঞ্জিত দাস গুপ্ত, অক্টপেডে অলক কর, বাঁশিতে প্রণয় দাস ও ঢোলকে শ্যামল কর।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ শিরোনাম