সিলেট ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০
সোনালী বিনোদন ডেস্ক
‘জঙ্গি-অবক্ষয়-দুর্নীতি, মানবে এই সংস্কৃতি’ এই স্লোগানে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় ৯ দিনব্যাপী জাতীয় নাট্যোৎসবের সিলেট পর্বের নাট্য প্রদর্শনীতে বুধবার (২৬ ফেব্রুয়ারি) মঞ্চস্থ হলো নাট্যালোক (সুরমা)-এর নাটক ‘মুল্লুক’।
নাটকটির রচনা বাকার বকুল ও নির্দেশনা খোয়াজ রহিম সবুজ। দেশব্যাপী ৬৪ জেলায় এই প্রথমবারের মতো সর্ববৃহৎ আয়োজনে অংশ নিচ্ছে ফেডারেশনভুক্ত নাট্যদলসমূহ। নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমীতে মিলনায়তনে সন্ধ্যা ৭টায় নাটক শুরু হয়।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বাবুল আহমদ, নূরজাহান জেসমীন, অচিন্ত্য কুমার দে অমিত, ফারহীন জাহান নুবা, জুবায়ের আহমদ, সাজ্জাত হোসেন শুভ, তরিকুল ইসলাম, অনুপমা সাহা, রিজবী আরিফ দীপন, অরূপ দে, নয়ন, নাঈম, গৌরব সেন, ঋত্বিক আদিত্য, সায়েম, সোনিয়া, বৃত্ত ও খোয়াজ রহিম সবুজ। আবহ সঙ্গীত- তনয় দে, পরাগ রেনু দেব তমা ও হিল্লোল শর্মা। পোষাক- দীপন, রূপসজ্জায়- শিপলু রাহাত ও দীপন। আলোক পরিকল্পনা ও প্রক্ষেপণ- খোয়াজ রহিম সবুজ ও কামরুন নাহার শাওন। মঞ্চ ব্যবস্থাপনা- অচিন্ত অমিত ও শুভ। প্রযোজনা অধিকর্তা খোয়াজ রহিম সবুজ।
নাটক শেষে নাট্যালোক (সুরমা)-এর হাতে ফুল ও উৎসব স্মারক তুলে দেন এসএমপি সিলেটের উপ পুলিশ কমিশনার এহসান আহমেদ চৌধুরী পিপিএম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. বদরুল ইসলাম শোয়েব ও সিলেট জেলা নাট্যোৎসব ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক নীলাঞ্জন দাশ টুকু।
৯ দিনব্যাপী নাট্যোৎসবে সমাপনী দিনে আগামীকাল মঞ্চস্থ হবে নাট্যমঞ্চ, সিলেট-এর নাটক ‘রঙ্গমালা’। সন্ধ্যা ৭টায় নাটক শুরু হবে। নাটকটি উপভোগ করার জন্য সবার প্রতি বিনম্র আমন্ত্রণ। নাটকের প্রবেশপত্র হল কাউন্টারে পাওয়া যাবে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি