সিলেট ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৬:২৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৮
সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট ::: গোলাপগঞ্জে সিলেট-৬ (গোলাপগঞ্জ -বিয়ানীবাজার) আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী, জাসাসের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হেলাল খান বলেছেন, আওয়ামী লীগের পাতানো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যায়নি। দেশে আজ গণতন্ত্র নেই, গণতন্ত্রের চর্চাও নেই। দেশের মানুষের গণতন্ত্র উদ্ধার করতে ও আন্দোলনের অংশ হিসেবে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে । আওয়ামীলীগ খালি মাঠে অনেক গোল দিয়েছে। আর তাদের খালি মাঠে গোল দিতে দেওয়া হবে না। গত ১০ বছরে আওয়ামীলীগ সরকার বিএনপির নেতাকর্মীদের উপরে অনেক নির্যাতন করেছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে বন্দি করে রাখা হয়েছে। এখনো দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। তিনি বিএনপি নেতাকর্মীদের হয়রানী না করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
তিনি রোববার (২ ডিসেম্বর) রাতে উপজেলার পৌর সদরের একটি অভিজাত রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
হেলাল খান আরো বলেন, জিয়াউর রহমান ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক । আওয়ামীলীগ এই দেশপ্রেমিককে যতই যতই নষ্ট করার চেষ্টা চালাক, দেশের মানুষের হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছেন। জিয়াউর রহমানের কর্মী হিসেবে আমি অহংকার বোধ করি। বিগত সময়ে আমার উপরে অনেক নির্যাতন করা হয়েছে। ত্যাগী নেতা হিসেবে দলের কেন্দ্রীয় নেতারা আমায় বিবেচনা করবে। আমায় জোটের একক প্রার্থী ঘোষণা করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি দেশীয় সংস্কৃতি আজ ধ্বংসের পথে উল্লেখ করে বলেন, বিদেশী অপসংস্কৃতি আমাদের দেশে আজ বাসা বেধেছে। বিদেশী আগ্রাসন থেকে দেশকে রক্ষা করতে ধানের শীষে ভোট দিতে তিনি সকলের প্রতি আহবান জানান। মতবিনিময় সভায় বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, গোলাপগঞ্জ আমুড়া ইউনিয়ন যুবদলের সভাপতি রাজন আহমদ, উপজেলা যুবদল নেতা শাহান আহমদ, আরিফুস সামাদ মামুন , পৌর যুবদল নেতা টিপু সুলতান, সুহেদ আহমদ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি