সিলেট ২৬শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০
প্রতীকি ছবি
জগন্নাথপুর সংবাদদাতা
সুনামগঞ্জের জগন্নাথপুরে মালবাহী অবৈধ যান ট্রলির ধাক্ষায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও চার যাত্রী।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জগন্নাথপুরের কেশবপুর-পাটলী সড়কের কেশবপুর উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম দিলাল মিয়া (৩৮)। তিনি তিনি পাটলী ইউনিয়নের নন্দীরগাঁও গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাটলী এলাকা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইকের ওপর হেলে পড়ে। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী দিলাল মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় অপর চার যাত্রীকে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা তাদেরকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। ঘাতক ট্রলি গাড়িটিকে আটক করেন স্থানীয়রা।
একজনের প্রাণহানির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ট্রলিটি জব্দসহ আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি