সিলেট ২১শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা
ফেঞ্চুগঞ্জের একটি মাধ্যমিক বিদ্যালয়ের শহিদমিনারের জাতীয় পতাকার আলপনায় দাঁড়িয়েই শিক্ষকদের শ্রদ্ধা নিবেদনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এলে সর্বত্র সমালোচনার ঝড় বইতে থাকে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ‘ফেঞ্চুগঞ্জে জাতীয় পতাকা পায়ের নিচে রেখে মাতৃভাষা দিবসের শ্রদ্ধা’ শিরোনামে সিলেট ভয়েসে একটি সংবাদ প্রকাশিত হয়।
পরে বিষয়টি নিয়ে আলোচনায় বসেন উত্তর কুশিয়ারা ইউনিয়নে চেয়ারম্যান আহমেদ জিলু, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটি।
সভা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদ আলী অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। স্কুল প্যাডে ক্ষমা প্রার্থনা ও দুঃখ প্রকাশ তিনি লেখেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অস্থায়ী শহিদমিনারের মাটিতে জাতীয় পতাকার আকারে নকশা তৈরির বিষয়টি ছিল অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। উক্ত ঘটনার জন্য আমরা স্কুল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছি এবং আগামীতে জাতীয় দিবসসমূহ পালনে সচেতন থাকব। আমাদের ভুলের জন্য আপনাদের শ্রদ্ধা ও আবেগের জায়গায় আঘাত লেগেছে যার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি