সিলেট ৫ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২১শে রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৮
সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট ::: রোববার (২ ডিসেম্বর) সুনামগঞ্জ আদালতের নির্দেশে সিলেটের জৈন্তাপুর মোকামের টিলা থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খ্রিস্টফার হিমেল রিছিলের উপস্থিতিতে মরদেহের কঙ্কাল উদ্ধার করে পুলিশ। গফুর জগন্নাথপুর পৌর এলাকার বাসিন্দা। ২০১৭ সালের ৮ মে দেশে ফিরে তিনি নিখোঁজ হয়েছিলেন।
নিখোঁজের ঘটনায় জিডির সূত্র ধরে গত ২৫ নভেম্বর তদন্ত কর্মকর্তা সুনামগঞ্জের জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জৈন্তাপুর থেকে খুনের ঘটনায় জড়িত তিনজনকে আটক করেন।
আটককৃতরা হলেন-জগন্নাথপুরের বাসিন্দা জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের অফিস সহায়ক আবুল কালাম আজাদ (৫২), তার জামাতা আনোয়ার হোসেন (৩০) ও জৈন্তাপুর মোকামেরটিলা গ্রামের জুনাব আলী (৪২)।
তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে তিনজনেই নিজেদের জড়িয়ে খুনের ঘটনায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
তাদের দেয়া তথ্যে গফুরের মরদেহের সন্ধান পায় পুলিশ। মরদেহের কঙ্কালসার উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি