সিলেট ২০শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৭ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০
নিজস্ব প্রতিবেদন
নিজের শহর সিলেটে ভক্তদের ভালোবাসায় সিক্ত হলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য তানজিম হাসান সাকিব। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নিজের শহর সিলেটে এসে পৌঁছালে তাঁকে ফুল ফুলে বরণ করা হয়।
সাকিবকে স্বাগত জানাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন তার বাবা গৌছ আলী ও মা সেলিনা পারভিনসহ পরিবারের অন্যান্য সদস্যরা। ভিড় করেছিলেন সাধারণ ক্রিকেটপ্রেমীরাও।
যে মাটিতে কেটেছে তার শৈশব, কৈশোর, যে মাটিতে হয়ে উঠেছেন তরুণ, ধীরে ধীরে পরিণত হয়েছেন ক্রিকেটারে, বিশ্বজয়ী হয়ে সেই মাটিতে ফিরে ভক্তদের ভালোবাসায় সিক্ত হলেন তানজিম হাসান সাকিব। এ সময় সাকিবকে ফুল দিয়ে বরণ করে নেন উপস্থিত সবাই।
দেশের জন্য বিশাল কৃতিত্ব বয়ে নিয়ে আসা সাকিবকে স্বাগত জানাতে বিমানবন্দরে আসেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। এ সময় তিনি এলাকার সন্তান হিসেবে সাকিবকে অভিনন্দিত করেন এবং বিশ্বকাপজয়ী দলের সকল সদস্যকে ফেঞ্চুগঞ্জে সংবর্ধনা দেয়ার ঘোষণা দেন।
সাকিবকে স্বাগত জানাতে সাকিবের মা-বাবা ও স্বজনসহ ক্রিকেটপ্রেমী অনেকে সিলেট ওসমানী বিমানবন্দরে এলেও দেখা যায়নি সিলেটের কোনো ক্রিকেট কর্তাকে। এ নিয়ে উপস্থিত স্বজনদের দুঃখ প্রকাশ করতে দেখা যায়।
এদিকে সাকিব বিমানবন্দরে এসে পৌঁছার পর সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশের। এ সময় নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সাকিব বলেন, ‘সত্যি একটি অসাধারণ অনুভূতি। আমরা ভারতকে না হারালে বুঝতে পারতাম না যে দেশের মানুষ ক্রিকেটারদের এত ভালোবাসেন।’
সাকিব আরো বলেন, ‘প্রত্যেক ক্রিকেটারই চায় নিজের অসাধারণ নৈপুণ্য দিয়ে দেশের পতাকাকে বিশ্বের মানচিত্রে তুলে ধরতে। আমার স্বপ্নও তাই। আমি এবং আমার সহযোদ্ধারা নিজেদেরকে পরিণত করে দেশের ক্রিকেটকে বিশ্বদরবারে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।’
বিমানবন্দর থেকে সাকিব চলে যান সিলেট নগরের পীরমহলাস্থ তার চাচার বাসায়। সেখানে সাকিবের আগমন উপলক্ষে কেক কাটা হয় এবং তাকে জানানো হয় ফুলেল শুভেচ্ছা।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি