অনলাইন ডেস্ক🖊
সিলেটে মদন মোহন সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আকবর হোসেনের চিকিৎসার দায়িত্ব নিলো পুলিশ।
৫ আগস্টের আগে ছাত্র আন্দোলনে সিলেটে পুলিশের শর্টগানের গুলিতে মারাত্মকভাবে আহত হন মদন মোহন সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আকবর হোসেন। তার বুক, হাত, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। তবে এবার পুলিশের উদ্যোগেই আকবরের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
গুলিবিদ্ধ শিক্ষার্থী আকবর হোসেন চিকিৎসাবঞ্চিত’ গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের পর তার চিকিৎসার জন্য এগিয়ে আসে বাংলাদেশ পুলিশ।
আকবর হোসেনের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায়।
জানা যায়, চাঁদপুর জেলা পুলিশ সুপারের নির্দেশে শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আকবর হোসেনকে অ্যাম্বুল্যান্সযোগে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সরকার বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আকবর হোসেন উন্নত চিকিৎসা পাচ্ছে না। এমন সংবাদ চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিবের নজরে পড়ে। তারপর এসপি স্যারের নির্দেশে আকবর হোসেনের বাড়িতে গিয়ে তার বিষয়ে খোঁজখবর নেই এবং চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করি।
পরে চাঁদপুর পুলিশ লাইনের অ্যাম্বুল্যান্সযোগে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য আকবর হোসেনকে পাঠানো হয়।
আকবর হোসেনের মা ফেরদৌসী বেগম বলেন, ‘পুলিশ আমাদের বাড়িতে এসে ছেলে আকবর হোসেনের চিকিৎসার খোঁজখবর নিয়েছে। এ সময় আমাদের ঢাকা যাওয়ার প্রস্তুতি নিতে বলে।’
আকবর হোসেন বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশ আমাকে গুলি করে। তবে পুলিশই আমার উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছে, বিষয়টি অত্যন্ত আনন্দের।