• [english_date] , [bangla_date] , [hijri_date]

নেপালে টানা বর্ষণ ও সৃষ্ট বন্যা-ভূমিধসে ৬৬ জনের মৃত্যু

Sonaly Sylhet
প্রকাশিত September 29, 2024
নেপালে টানা বর্ষণ ও সৃষ্ট বন্যা-ভূমিধসে ৬৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক🖊

কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এবার টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৬৬ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে এখন পর্যন্ত এই মৃত্যুর খবর পাওয়া গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শনিবার (২৮ সেপ্টেম্বর) কর্মকর্তারা জানান, ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় প্রধান প্রধান সড়ক বন্ধ রয়েছে এবং অভ্যন্তরীণ বিমান চলাচল ব্যাহত হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা দিল কুমার তামাং রয়টার্সকে জানিয়েছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় শুক্রবার সকাল থেকে আরও ৬৯ জন নিখোঁজ রয়েছেন এবং ৬০ জন আহত হয়েছেন।

নেপালের রাজধানী কাঠমান্ডুতে, যেখানে ৪ মিলিয়ন মানুষ বসবাস করে, সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। বন্যার কারণে এখানে যানবাহন চলাচল এবং স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নেপালের বেশিরভাগ নদীর পানি উপচে রাস্তাঘাট ডুবে গেছে। বেশ কয়েকটি সেতু ধ্বংস হয়েছে।