এম ইজাজুল হক ইজাজ🖊
শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট’র বার্ষিক সাধারণ সভা ও বৃত্তি প্রদান।
বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দকী
সিলেট বিভাগীয় কমিশনার, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেছেন আজকের শিক্ষার্থীরা আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের অংশীদার।
শিক্ষার্থীদের স্বপ্নবাজ হয়ে জীবনের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। বৃত্তি একটি স্বীকৃতি হিসেবে মেধাবীদের লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞা ও আত্প্রত্যয়ী করে তোলে । নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
গতকাল ২৭ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় নগরীর উপশহরস্থ রোজভিউ হোটেল এর কনফারেন্স হলে আয়োজিত প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন নবীগঞ্জ প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি স্বনামধন্য উপজেলা। প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে উপজেলার মানব সম্পদকে আরও দক্ষ করে গড়ে তোলা নবীগঞ্জ বাসীসহ সকলের দায়িত্ব।
তিনি সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
সমিতির সভাপতি মনসুর আলী খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবুল ফজল এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অতিরিক্তি সচিব ড. এনামুল হাবীব, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. খালেদ মোহসিন. ময়মনসিংহ সার্কেল এর তত্বাবধায়ক প্রকৌশলী মো. নজরুল হাকিম।
প্রধান বক্তার বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল, বিশেষ বক্তার বক্তব্য রাখেন, সরকারী মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ,সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এসোসিয়েট প্রফেসর হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এসএম হাবিবউল্লাহ সেলিম.সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোজাক্কির হোসাইন।
আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ সমিতি সিলেট এর সভাপতি ডাঃ শাহনেওয়াজ চৌধুরী, সাধারণ সম্পাদক আবু তাহের চৌধরী, চুনারুঘাট ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হাই, উত্তরা ব্যাংকের সাবেক এজিএম নিরেশ চন্দ্র দাশ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা তোফায়েল আহমদ চৌধুরী, ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের ভাইসপ্রিন্সিপাল নুরুল আমিন, মুফতি এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, মতিউর রহমান পিয়ারা, মদনমোহন কলেজের রাষ্ট্র বিজ্ঞানের বিভাগীয় প্রধান রজত কান্তি ভট্রাচার্য প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা শফিউল আলম চৌধুরী ও প্রধান অতিথি প্রধান বক্তা, সমিতির সদস্য ডাঃ বদরুল আমিন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী (প্রশাসন) পরিচালক সমিতির আরেক সদস্য আব্দুল আউয়াল কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মনোনীত হওয়ায় সমিতির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
পরে সাধারন সম্পাদক মোঃ আবুল ফজল এডভোকেট এর স্বাগত বক্তব্য ও অডিট রিপোর্ট উপসস্থাপনার মধ্য দিয়ে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব প্রদান করেন সমিতির কোষাধ্যক্ষ আবু ইউসুফ এবং ২০২৩-২৪ সালের কার্যকরী কমিটি পরিচিতি ও ২০২৫-২৬ সালের নির্বাচন পরিচালনা কমিটির পরিচিতি দেয়া হয়।
অনুষ্ঠানে ১’শ জন শিক্ষার্থীর মধ্যে ৪ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট দিয়ে প্রদান করা হয় প্রফেসর ডাঃ খালেদ মোহসীন, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাঃ সৈয়দ জাফরুল হোসাইন, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডাঃ জাকির হোসেন চৌধুরী, চর্ম রোগ বিশেষজ্ঞ ধ্রুবজোতি রায় চৌধুরী, প্রসুতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ শাহনাজ রহমান চৌধুরী এবং শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ জমির আলীকে।
প্রজেক্টরের মাধ্যমে কার্যক্রম যৌথ উপস্থাপনা করেন আমিনুজ্জামান জোয়াহির ও ছালেহ আহমদ। প্রেস-বিজ্ঞপ্তি।