প্রতিনিধি:শাহ আলম চৌধুরী🖊
জগন্নাথপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভূক্ত আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ডাকাত এনামুল হক এনাম (৩৩)। সে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর (পশ্চিমপাড়া) গ্রামের বাসিন্দা আব্দুস সালামের পুত্র।
জগন্নাথপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ডাকাত আদালতের গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী। তার বিরুদ্ধে জিআর নং-৪৯/১৮ (বিয়ানীবাজার), জিআর-২৬৬/০৮ (দক্ষিণ সুরমা), ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড, জিআর-১৮/১৮ (ফেলুগঞ্জ), ৩৯৫/৩৯৭/৪১২ ধারায় একাধিক মামলা ছিল। বুধবার বিকেল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর বাজারে অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই মুহাম্মদ শামছুল আরেফীন জানান, গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।